সোমবার, ৪ নভেম্বর ২০২৪
২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক | আপডেট: রবিবার, নভেম্বর ৩, ২০২৪

খুলনায় যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
খুলনায় রাসেল ওরফে পঙ্গু রাসেল (২৭) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর সোনাডাঙ্গার কুবা মসজিদ গলির প্রবেশপথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে সজিব ও ইয়াসিন নামে দুইজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রিজন সেলে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত রাসেল নগরীর শেরেবাংলা রোড আমতলার মোড় এলাকার আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শেরেবাংলা রোড আলকাতরা মিলের পার্শ্বে কুবা মসজিদের গলির প্রবেশপথে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসে পঙ্গু রাসেলকে বুকের পাশে ২টি গুলি করে এবং দুই পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। বাকি দুজন ধারালো চাপাতির কোপে রক্তাক্ত জখম হন।

পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত‌ আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হয় সদর হাসপাতালের পেছনের বাসিন্দা হুমায়ুন কবিরের ছেলে মো. সজিব (২৫) ও শেরেবাংলা রোড আমতলার মোড় এলাকার মো. হান্নান শেখের ছেলে মোহাম্মদ ইয়াসিন (২৬)। তাদেরও খুমেক হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে পুলিশ এসে ভর্তি দুজনকে পঙ্গু রাসেলকে গুলি করে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে খুমেক হাসপাতালের প্রিজন সেলে পুলিশ পাহারায় চিকিৎসার ব্যবস্থা করে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত রাসেল ওরফে পঙ্গু রাসেল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। শুনেছি গত রাতে মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় রাসেল গুলিবিদ্ধ এবং তাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত কিছু জানা যায়নি।
0 Comments